১। প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষানিক ট্রেডে প্রশিক্ষন।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
১। গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।
মেয়াদঃ ২ মাস ১৫ দিন।
প্রশিক্ষণ শুরুর সময় ঃজুলাই, অক্টোবর,জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫ তারিখ।
আসন সংখ্যা -৬০ জন (আবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি -১০০ টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
২। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশনঃ
মেয়াদ-৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময়- জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা-৩০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা -এইস। এস সি পাশ।
কোর্স ফি – ৫০০ টাকা।
৩। পোষাক তৈরী (মহিলাদের জন্য)।
মেয়াদ – ৪ মাস
প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
আসন সংখ্যা- ৪০ জন। (অনাবাসিক)।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৫০ টাকা।
৪। মৎস চাষ।
মেয়াদ -১ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০ টাকা।
৫। কম্পিউটার।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৪০ জন।
শিক্ষাগত যোগ্যতা – এইস এস সি শ্রেণী পাস।
কোর্স ফি – ১০০০ টাকা।
৬। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৭। ইলেক্ট্রনিক্স।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
৮। ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং।
মেয়াদ -৬ মাস।
প্রশিক্ষণ শুরুর সময় – প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
আসন সংখ্যা – ৩০ জন।
শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি – ৩০০ টাকা।
প্রশিক্ষণ সমুহ গ্রহণে আগ্রহী মুন্সীগঞ্জ জেলার বেকার যুব/যুব মহিলা গন যোগাযোগ করবেন।
উপ-পরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
মুন্সীগঞ্জ ।
টেলিফোন 02-7620771, E-mail- quamrul_youth@yahoo.com
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাh©vjq, মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা।
অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন/ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হেসেবে ব্যবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ
পারিবারিক হাঁস মুরগি পালন
গরু মোটা-তাজা করন।
গাভি পালন।
বসত বাড়ীতে সব্জী চাষ।
নার্সারি বনায়ন।
ছাগল পালন।
মৎস চাষ।
পোষাক তৈরি।
এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়। যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাh©vjq, সংশ্লিষ্ট উপজেলা, মুন্সীগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS