যুব উন্নয়ন অধিদপ্তর ভিশনঃ-
অনৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত, সুশৃংখল এবং উৎপাদনমুখী শক্তিতে রূপান্তর করা। দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থান নিয়োজিত করা।
জাতীয় উন্নয়নমূলক কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।
যুব উন্নয়ন অধিদপ্তর উদ্দেশ্যাবলীঃ-
ক় উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষন, ক্ষুদ্রঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা সহ দেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি স্তরে সম্পৃক্ত করা।
খ. বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠী উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গ্রুপে সংগঠিত করা।
গ. স্থানীয় পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা।
ঘ. যুবদের গণ শিক্ষাকার্যাক্রম, দূর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি আর্থ সামাজিক কার্যকলাপে সম্পৃক্তকরণ এবং এস টি ডি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
ঙ. যুবদের ক্ষমতায়নের নিমিত্তে আত্ন কর্মসংস্থানমূলক প্রকল্পস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহন মূলক প্রক্রিয়ায় সম্প্রিক্তকরণ এবং সঠিক দিকনির্দেশনা, জ্ঞান ও দক্ষতা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিণত করার লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের নিম্ন বর্ণিত প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে।
যুবদের দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচিঃ-
ক. প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ- (জেলা কার্যালয়ের মাধ্যমে)
১. পশু পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ আবাসিক ২ মাস ১৫ দিন [থাকা খাওয়া ফ্রি]
২. মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স-১ মাস অনাবাসিক।
৩. পোশাক তৈরি-৩ মাস অনাবাসিক।
৪. কম্পিউটার গ্রাফিক্স, ডিজাইন ও ভিডিও সম্পাদনা করস-৬ মাস অনাবাসিক।
৫. ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কোর্স ৬ মাস অনাবাসিক।
৬. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স- ৬ মাস অনাবাসিক।
৭. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ কোর্স- ৬ মাস অনাবাসিক।
৮. ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ কোর্স-৬ মাস অনাবাসিক।
৯. মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশ্ন প্রশিক্ষণ কোর্স-৬ মাস অনাবাসিক।
১০. দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্স-১ মাস অনাবাসিক।
খ. অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ করসঃ (উপজেলা কার্যালয়ের মাধ্যমে)
১. হাঁস মুরগী পালন ৭ হতে ১০ দিন।
২. মৎস্য চাষ ৭ হতে ১০ দিন।
৩. পোশাক তৈরী ৭ হতে ১০ দিন।
৪. গাভী পালন ও গরু মোটাতাজাকরন ৭ হতে ১০ দিন।
৫. নার্সারি ৭ হতে ১০ দিন।
প্রশিক্ষিক যুবদের আত্নকর্মসংস্থান করমসূচীঃ
প্রশিক্ষিক যুবদের যুব ঋণ সহায়তা ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে আত্নকর্মে নিয়োজিত করা হয়।
যুব ঋণ কর্মসূচীঃ
যুব ঋণ কর্মসূচী দুই ধরণের
ক. গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী।
খ. একক ঋণ কর্মসূচী।
ক. গ্রুপ ভিত্তিক ঋণ কর্মসূচী (পরিবার ভিত্তিক) এই কর্মসূচীর আওতায় বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে ঋণ প্রদান করা হয়। প্রতি গ্রুপের সদস্য সংখ্যা ০৫ জন। ৮ থেকে ১০ টি গ্রুপ নিয়ে একটি কেন্দ্র গঠন করা হয়। গ্রুপের প্রত্যেক সদস্যকে ১ম দফায় ৮০০০/= টাকা করে ঋণ প্রদান করা হয় এবং পর্যায়ক্রমে ১৬০০০/= টাকা প্রর্যন্ত প্রদান করা হয়।
খ. একক ঋণ কর্মসূচী (আত্নকর্ম) এই কর্মসূচীর আওতায়প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তযুবদের এককঋণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ২৫০০০/= হতে ৭৫০০০/= টাকা এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের ১০০০০/= হতে ৪০০০০/= টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
৫. যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে কর্মসূচীভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরন প্রকল্পঃ-
এই কর্মসূচীর আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে সারাদেশে যুবকর্মসূচী সম্প্রসারণ ভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরনে সহযোগিতা দিচ্ছে।
৬. যুব সংগঠন তালিকাভূক্তকরণ ও অনুদানঃ-
যুব উন্নয়ন অধিদপ্তর যুব সংগঠন সমূহ কে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করনের মূল দায়িত্ব পালন করছে। যুব সংগঠন সমূহকে আরও জোরদার এবং সংক্রিয়ভাবে অংশ গ্রহণের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এদের তালিকা ভূক্ত করা হয়।
৭. ইহা ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর ২০১১-২০১২ হতে ২০১২-২০১৩ অর্থ বছরে কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে অত্র উপজেলায় ৪০ জন করে ৯টি ব্যাচে মোট ৩৬০ জনকে ছাগলপালন ও গরু মোটাতাজাকরণ প্রকল্পে প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের কে স্বাবলম্বী করার জন্য ৮০% প্রশিক্ষণার্থীকে ঋণ বিতরণ করা হবে।
৮. ইহা ছাড়াও অত্র উপজেলায় ১২ জন করে ২টি ব্যাচে মোট ২৪ জন কে সিওয়াইপিটেক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনার্থীদের মাঝে ৫০% মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পুরুষ- এইচ.এস.সি. মহিলা- এস.এস.সি।
যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজদিখান উপজেলা বর্তমান কর্মকান্ডের বিবরণঃ-
১. পরিবার ভিত্তিক
· বিতরণকৃত টাকার পরিমাণঃ-১০,৯১,৮৯,০০০/=
· চলমান আদায়ঃ- ৯৭%
· ঋণীর সংখ্যাঃ- ১০৫০৬ জন।
· ক্রমপুঞ্জিত আদায়ের হারঃ- ৯৭%
২. আত্নকর্মসংস্থান কর্মসূচী
· প্রশিক্ষণ দেয়া হয়েছেঃ- ৩৪২২ জনকে।
· ঋণ বিতরণকরা হয়েছেঃ-৫২০ জনকে টাকার পরিমাণঃ-১২৫৩৪৫০০/=
· চলমান আদায়ঃ-৮১%
· ক্রমপুঞ্জিত আদায়ের হারঃ-৮৫%
উপজেলা পর্যায়ে প্রস্তাবিত প্রশিক্ষণ কোর্স সমূহ।
· কম্পিউটার প্রশিক্ষণ কোর্স।
· মোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স।
· হাউজ কিপিং এন্ড লন্ডি অপারেশন প্রশিক্ষণ কোর্স।
· বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স।
· সেলাই প্রশিক্ষণ কোর্স।
উপরোক্ত কোর্স সমূহ পরিচালনার জন্য ইতিমধ্যে প্রধাব কার্যালয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। স্থানীয়ভাবে প্রশিক্ষন আয়োজন করলে আনুসাংগিক ব্যয়ের প্রয়োজন হবে সে ক্ষেত্রে উপজেলা পরিষদ সহযোগিতা করলে তা সম্ভব হবে।
(ডলি রাণী নাগ)
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
যুব উন্নয়ন অধিদপ্তর
সিরাজদিখান, মুন্সীগঞ্জ।
জনবল
ক্রঃ নং |
পদের নাম |
মঞ্জুরীকৃত পদ |
কর্মরত পদ |
শূন্য পদ |
মন্তব্য |
১। |
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা |
০১ |
০১ |
- |
|
২। |
ক্রেডিট সুপার ভাইজার |
০৩ |
০৩ |
- |
একজন প্রেষণে কর্মরত |
৩। |
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর |
০১ |
০১ |
- |
|
৪। |
ক্যাশিয়ার |
০১ |
- |
০১ |
|
৫। |
এম.এল.এস.এস |
০১ |
০১ |
- |
|
এছাড়াও ইমপ্যাক্ট প্রকল্পের আয়োতায় বায়োগ্যাস প্রকল্পের কাজ অত্র উপজেলায় দেয়া হয়েছে। কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।
যোগাযোগঃ-ঢাকা গুলিস্থান হতে বাসযোগে উপজেলামোড় নেমে রিক্সায় সিরাজদিখান উপজেলা পরিষদ। ভাড়া- ঢাকা থেকে সিরাজদিখান ৪৫/= এবং রিক্সা ভাড়া ১০/=।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS